ফুলুর বাপ
ফুলুর বাপের উইথলা উঠা পিরাণডা চুখের জলে ভাসে
পাইক-পিয়াদা লিয়ে এসে লারু মহাজন হুমকি তালে হাসে
দাদন দিসি মাল ফালা
নয়তো খাবি কানমলা
হিসাব মত জমিনের ফসল আমার, ফুলুর বাপে কাইন্দা পড়ে হা-হুতাশে
ক্যামনে বাঁচি
কই, আম খাইয়ো জাম খাইয়ো খাইয়ো না তার বিঁচি
পুলাপানের গুয়ার তলায় ভ্যান ভ্যন করে মাচি
নাকের পুঁটা মুইচ্ছা সবে
বড় হইব ক্যামনে কবে
নুক দ্যাকানি মুন খসানি মাইনসের লিগা ভয়ে ভয়ে বাঁচি
চাষারে আশা
সক্কাল থনে রাইত ওব্দি বইয়া থাহি পুলের নিচ্চে
কাম নাই যাম নাই কী হইব ভেরেণ্ডা বিচ্চে
পুলডা ভাঙুক আমার মাতায়
নামডা উঠুক মরার খেতায়
বাঁচপো তয় পাঁচির সোমসার সরকারি ট্যাহা ল্যাও খিঁচ্চে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much