১১ নভেম্বর ২০২০

নিবেদিতা নাগ মজুমদার


আদম


যে ভাবে দেখতে চেয়েছি তোমাকে

ঠিক সেই ভাবে হয়ত 

উঠে এসেছে বুদবুদ, উষ্ণ গভীর স্রোতে-


অগ্নুৎপাতের সময় ফুটন্ত লাভা

সবুজ কুরিয়ে ক্রমশ হয় পাথুরে ফসিল, 


শ্যাওলার জল ছুঁয়ে

তৈরী হয় অকৃত্রিম গুহাচিত্র, অন্ধকারে-


যেভাবে পাখির বাসায় 

গুঁজে রাখে একেকটা খড়কুটো

পুরুষ পাখির ঠোঁট-


আর রাতজাগা চোখ

চিনিয়েছে বালিশের ওম

ভিজে, স্যাঁতসেঁতে 


সেইভাবে,

আমার আদিম অপেক্ষারা তোমাকে স্পর্শ করে -

ঠিক যে ভাবে দেখতে চেয়েছি তোমাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much