আর চাইনা
দেবব্রত সরকার
কি আঘাত ডেকেছে পশ্চিমে
যেন ঝড় যেন বিষ বায়ু
যেন মৃত্যু শিশু ইউক্রেনে
আমি চাই নিরীহর আয়ু
রুশ তার রণ কৌশলেই
এগিয়েছে বাড়িয়েছে দুখ
বারুদের বিষক্রিয়াতেই
হারিয়েছি কত কচিমুখ
পঙ্গুত্বের নাগাসাকি দ্বার
আকাশের গন্ধে নীলিমা
চেয়ে আছে হৃদয়ে আমার
আর চাইনা দ্বিতীয় হিরোশিমা
সময়োপযোগী কবিতা
উত্তরমুছুনছেলেটিকে ওরা উঠতে দেয়নি ট্রেনে
উত্তরমুছুনঅনন্ত অপেক্ষায় .......দেখছে সে বৈষম্যের ক্রূর অগ্নিশিখা .....,
বিদ্ধংসের দশদিকে প্রলয়ের নাদ
আর অনন্ত জলন্ত চিতা ।
জীবন আর ক্ষিদার টানে দশ দিন
ভয় , শঙ্কার ......
অহংকার আর ঔদ্ধত্যের লড়াইয়ে
কে খবর রাখে তার !
দশ দিক জুড়ে বারুদের বিষ ,আগুন, ধোঁয়া আর....।
মৃতদের ভিড়ে শুধু মনে পড়ে মা
আর্তনাদের কাতরতায়........
দেশ ....ভাঙা রাস্তার বাঁক পেরিয়ে
গোলোক কাকার চা ,কালো রঙের বেঞ্চ,
শান্ত মিঠেল হাওয়া , বিস্তীর্ণ খেলার মাঠ ... যে মাঠে আকাশ নামে গোধূলির রং মেশে সবূজে । সে মাঠেই শান্তি আছে , শান্তি পাবে সে .... ।
সুন্দর
উত্তরমুছুনভালোবাসা ভালোবাসা সকলকেই
উত্তরমুছুন