০৭ মার্চ ২০২২

কবি মমতা রায়চৌধুরীর এই সময়ের কবিতা




জাগ্রত হোক মানবিক বোধ
মমতা রায়চৌধুরী

মানুষের আগ্রাসী লোভে,
সহজ সাধারন জীবন
রক্তের বন্যায় ভাসে।
চোখমুখ ঢাকা নরপিচাশের দল
হিংস্র ওরা নেকড়ের চেয়েও।
তাই-
দম্ভ - অহংকারের লেলিহান শিখা
নামে আগ্নেয় পাহাড়ের মতো-
সবুজশস্য ,গোচারণভূমি 
নিরীহ প্রাণীর ওপর।
তবুও ওরা-
শিশুর শবের ওপর দাঁড়িয়ে হাসে-
নির্লজ্জ অমানুষিমন।
তাই প্রশ্ন রাখি বিবেক বাণী-
কেন অস্ত্র ?কেন বারুদ ?কেন রক্তপাত?
চেয়ে দেখো দূরে ওই বাজে
সুন্দরের আরাধনা।
সবুজ শস্য হাতছানি দেয় 
কৃষকের ঘরে ঘরে।
প্রেম প্রীতি ভালোবাসা
হাসে নতুন ভোর অপেক্ষমানে।
শুধু জাগ্রত হোক -
মানবিক মূল্যবোধ।
যুদ্ধ নয় ,হানাহানি নয় ,
বিরাজিত হোক-
 চির শান্তির বাতাবরণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much