০৭ মার্চ ২০২২

কবি বাহাউদ্দিন সেখ এর কবিতা




ইট আর টিন
বাহাউদ্দিন সেখ


আমি বলেছিলাম তোমায় বহুবার-
             কখনোই ইট আর টিন মিক্স           
করে তৈরি হয় না তেতালা বারান্দার ঘর।

আমি তোমায় বলেছিলাম, 
মাটির উপর যতটা দেখছো আমায়
                তার থেকেও নিচে স্তরে আছি।

আমার ভেতরে যেটা রয়েছে- 
                              সেটিও আমি নয়, 
বাহিরে ও যেটা দেখেছো- 
                               সেটাও আমি নয়
আমি তো এক জটিল সহজ
                             কবিত্বের শ্রষ্ঠা।

যে জীর্ণ জড়ায় প্রত্যাহিক দিনে,
সৃষ্টি করে -
সশব্দে ফেটে যাওয়া চৌচির আকাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much