পাওয়া
শোভা চন্দ
আমি তোমার কাছে কখনই মহান হতে চাইনি
হতে চেয়েছিলাম গোধূলিবেলা।
নিজেকে বোঝাবো বলে দুজনে নিস্পলক
ভাসিয়ে দিয়েছি গহন ভাষা।
তোমার কাছে সুধাংশু হতে চায়নি
শ্রাবণের বৃষ্টি হতে চেয়েছিলাম।
চেয়ে ছিলাম বৃষ্টি ধারায় ভেসে যাব।
কেন হবো?
কাল বৈশাখীর ঝড় হতেও চাইনি
শরতের শিউলি ধোয়া বাতাস হতে চেয়েছিলাম
সুখের ঘরে তাকে ধরে
বসন্তের পূর্ণিমা হবো ভেবেছিলাম।
তোমার কাছে কখনও অপরুপা হবো ভাবিনি
শুধু
নিজের ক'রে পেতে চেয়েছিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much