০৭ মার্চ ২০২২

কবি গোলাম কবিরের কবিতা




মন খারাপের একলা দিনে 
গোলাম কবির
   
   মন খারাপের একলা দিনে
  খর রোদেও ঝুম বৃষ্টি নামে, 
  বুকের গহীনে তোমার জন্য 
  একবুক ভালবাসা নিয়ে কান্নার মেঘ 
  জমে বৃষ্টি হয়ে অবিরল ধারায় 
  ঝরতে থাকে আমার উঠোনে। 

   মন খারাপের একলা দিনে 
   তোমাকে নিয়ে কতো সুখস্মৃতি মনে পড়ে,
   বিরহের আকাশে ছাইরঙা মেঘ 
   উড়তে উড়তে হঠাৎ করেই 
   প্রচণ্ড ঝড় হয়ে নিভিয়ে দেয় দিনের আলো। 

   মন খারাপের একলা দিনে
   এবাদুল হক সৈকত ভাই এর বাদন
   শুনতে শুনতে একসময় কখন যে 
   ঘুমিয়ে পড়ি সোফার ওপর পা তুলে দিয়ে। 

   মন খারাপের একলা দিনে
   বুকের ভিতরে সন্ধ্যা নামে ভরদুপুরে, 
   শহরের সমস্ত অলিগলি জনশূন্য মনেহয়,
   রাস্তার মোড়ে মোড়ে একটানা 
  ভেউভেউ করে কান্না করতে থাকে 
   কয়েকটি কুকুর দলবদ্ধ হয়ে। 

   মন খারাপের একলা দিনে 
   আমার মন কেমন করে, 
   আমার মন কেমন করে,
   আমার মন কেমন করে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much