এই সেই ফাগুন
মোহাম্মাদ আবুহোসেন সেখ
বছর ঘুরে এলো ধরায়,আবার বসন্তের ফাগুন।
চারিদিকে হৈ চৈ আর,খেলাধুলায় মন উদাসীন।
গাছে গাছে মুকুল ধরে,গৃহবাসীর মুখে হাসি ফোটে।
পুরাতন পোষাক পরিত্যাগ করে,গাছও নতুন পোষাক পড়ে।
এই সৌন্দর্য দেখতে লাগে,রুপোবতী কন্যার মতো।
যখন আমি লিখছি বসে,খোলা আকাশের নীচে।
মাথার উপর তাকিয়ে দেখি,একদল চামচিকে ঘোরে।
অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখি,কিচিরমিচির খেলা করে।
সৃষ্টির এই সৃষ্টশীলতা,মুগদ্ধ করে আমার মনকে।
হঠাৎ নয়ন পড়লো সূর্যের দিকে,দেখি সূর্য অস্ত চলে।
পাখিরা সব বাঁসায় ফেরে,ঘোনিয়ে আসবে সন্ধ্যার ভয়ে।
এরপর সন্ধা নেমে এলো,ধরিত্রী মায়ের বুকেতে।
হঠাৎ ঝড় বৃষ্টির উদার হলো,পালিয়ে গেলাম ঘরে।
দেখি মন বসেনা আর লেখায় যে,বন্ধ করেদিলাম তাই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much