০৭ মার্চ ২০২২

কবি কপিল কুমার ভট্টাচার্য্য এর কবিতা




বি এস সি একাডেমী
কপিল কুমার ভট্টাচার্য্য 

        
ইনস্টিটিউট্ ভীষণ মজার
স্যারেরা অতি ভালো
ম্যাডামেরাও অ্যাক্টিভ্ খুব
এটাই শোনা গেল-------   
 সফলতার উৎস হল 
 ইনস্টিটিউট্ এই
স্টুডেন্টরা সব চাকরী পায় 
কোর্স-প্র্যাক্টিসেই,
 পরিবেশটা শিক্ষাসুলভ্
 স্টুডেন্টরা চায় যা 
 ক্লাস শেষ হওয়ার পর 
 খুব পায় মজা---------
মক্ টেস্টগুলো নেন তারা
যত্ন সহকারে 
 তাই তো এত সফলতা
 প্রতিষ্ঠানের দ্বারে-------
  ইনস্টিটিউট্ কর্তৃপক্ষ 
  অনেক করেন কাজ 
 সার্ভিস্-হেল্প-কো-অপারেশনে
 নেই তাদের লাজ----------
 ইন্টারভিউ ক্লাসগুলো
 বড়ই মজাদার
স্টুডেন্টরা সব ক্লাস করে 
পায় ফিউচার্।।

1 টি মন্তব্য:

thank you so much