০৭ মার্চ ২০২২

কবি সোমা বিশ্বাস এর এই সময়ের কবিতা




যুদ্ধ নামক বিলাসিতা আর নয় 
(রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে)
সোমা বিশ্বাস


মানুষের ভাঙছে হৃদয় বারবার
চারিদিকে শুধু ভয় আর ভয় প্রিয়ঘর প্রিয়জনকে হারাবার;
কোন সৈনিক যুদ্ধ যোগদানের আগে
হয়তো কেউ প্রেয়সিকে দিচ্ছে শেষ চুম্বনের মুগ্ধতায় অনুরাগে-
কোন শিশু হারাচ্ছে প্রিয়জনের হাত বা আঁচল
হচ্ছে যে উদ্বাস্তু কখনো ঝরছে অঝরে চোখের জল!
কালো ধোঁয়ায় ছড়াচ্ছে বাতাসে বারুদের গন্ধ;
চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস প্রাণ হাতে দম বন্ধ-
রাষ্ট্রনায়করা মেতেছে যে আবার যুদ্ধ যুদ্ধ খেলায়;
নিমেষে হয়তো শেষ হবে সব সৃষ্টি, অজস্র মৃত্যু ধারায়-
যুদ্ধ নামক বিলাসিতা ছেড়ে স্বৈরাচারী একটু মানবিক হন?
আর কত লোভ নিজেকে শক্তিশালী বলে দাদাগিরিতে সামিল মন?
একেতো করোনার ছোবল মানুষকে করছে গ্রাস আর নিঃস্ব!
বন্ধ করুন আপনারা যুদ্ধ খেলা বাঁচুক মানুষ, বাঁচুক মন সর্বস্ব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much