০৭ মার্চ ২০২২

কবি অলোক দাস এর কবিতা




স্মৃতি 
অলোক দাস

  
নীলাজ আকাশ, 
একাকী রোদের কাছে দাঁড়িয়ে, 
এলো আকাশে আবার মেঘ I 
স্মৃতি সব ধীরে ধীরে মুছে যাচ্ছে I 
কপালে লেখা অনন্ত, 
মুছে যাচ্ছে বেশ কিছু ধীরে ধীরে I 
কবিতা লেখা দূরত্ব কে নিয়ে, 
কিছু স্মৃতি তবুও থেকে যায় I 
যায়না মোছা রবাটে I 
যে যায়, সে আর ফেরে না I 
কিছু স্মৃতি অমরত্ব পাবে জানি I 
তাই যা হোয়ে গেছে, ভুলে যাওয়াই ভালো I 
আমরা কোনো বড়ো কাজ কোরতে পারিনে I 
যা কোরি ওতি ক্ষুদ্র I

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much