০৭ মার্চ ২০২২

কবি মিতা নূর এর এই সময়ের কবিতা



ছিল উচ্ছ্বাস

মিতা নূর 


ছিল উচচ্ছ...!
ছিল শংকায় ভরা  চুম্বন, 
ছিল হাসির জোয়ারে ভরা দুটি মন। 
ছিল রুদ্র পলাশ, সোনালী শিমুল, 
ছিল সজ্জিত চারপাশ কৃষ্ণচূড়ার লালে,
ছিল চতুর্দিকে সুবাস ছড়িয়ে হরেক রকম ফুলে। 
আজো ফাগুন আমায় মুগ্ধ  করে, হারাই নিজেকে, 
আছি শূন্য হৃদয়ে, তবু মিথ্যে হাসি মুখে  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much