তোমার জন্য
মহাজগতিক সৃষ্টি সব তোমার জন্য, জানো তো? তুমি বিস্মিত হবে তাই নভোমণ্ডল। মোহিত হবে বলে ফোটে ফুল, পাকে ফল! তোমার প্রশান্তির জন্যই এই আঁচল।
তুমি আসবে বলে, জেগে থাকা এই দীর্ঘ রাত! গানের কলি লুকিয়ে বলি, মৃদু পায়ে সতর্ক চলি; কান পেতে শুনি তোমারি ছন্দময় পদধ্বনি!
জগত সংসার, সকল সমাহার, কপোলের তিল, হাসিমাখা ওষ্ঠদ্বয়। চিবুকের গোলাপি আভা, নেভিলের সরলরেখা, বুকের জমিনে কাঞ্চনজঙ্ঘা সবেতে সুলতানি সিলগালা!
সৃষ্টির সবই তোমার জন্য, তুমি আদম; তাই তো হাওয়া...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much