মৃত্যুবর্ষ
এখনো বালিশের আরাম আর
ব্ল্যাঙ্কেটের ওম লেগে আছে সারা শরীরে
ধমনীতে এখনো লুকিয়ে রয়েছে উষ্ণতা
তাহলে এটাই কি ঠিক সময় পিকনিকের?
বুনো মুরগি ঝলসিয়ে জেগে উঠবে
ফরেস্ট বাংলো?
না, তেমন সম্ভাবনা নেই এই শীতে।
বর্ষশেষের গানে মিশে আছে
অতিমারির গ্লানি
মনখারাপের ধূসর ধুলো।
খোসা ছাড়াতে ছাড়াতে কমলালেবুর মতো
পৃথিবীটা মধুর রসে নেই, বশেও নেই, যেন
মরুভূমির আকাশে ভাসে মেষপালকের গান।
বছরের ডানায় গজিয়ে ওঠে বিপর্যয়ের পালক
আমাদের দাবি এটা মৃত্যুবর্ষ বলে চিহ্নিত হোক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much