০৭ জানুয়ারী ২০২১

নিলুফার জেসমীন রুমা




এই তো বেশ আছি


চাওয়া পাওয়ার হিসাব অনেকটাই ভুলতে বসেছি, 

এখন সব কিছুই বড্ড অনর্থক মনে হয়, 

কেউ বোধ হয় এক জনমে তার সবটুকু পায় না।


কিছু না পাওয়ার শূন্যতা সারা জীবন মানুষকে হতাশার বালুচরে বেঁধে রাখে,

তেমনি পাওয়াটুকুও মাঝে মাঝে ভারী হয়ে উঠে  ভালোবাসার রকমফেরে।


কান্না হাসির ভিতর দিয়ে বয়ে চলা জীবনের স্রোত আমৃত্যু টেনে নিয়ে যায় সামনে। 


ছোট ছোট সুখ বালুকণার মতো রোদের সোনালী আঁচে চিকচিক করে মনেরই অজান্তে। 


দীর্ঘশ্বাসের সাথে সবটুকু দুঃখ নিংড়ে ফেলে চোখ, বন্ধ করে অনুভব করি এই তো বেশ আছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much