২৭ আগস্ট ২০২১

মহুয়া দাস



 আজকাল


রোজ মধ্যরাত পেরোলেই,

যখন কুকুরগুলো তাদের ঘর গেরস্থালির কথা আদান-প্রদান শুরু করে,

ঠিক তখনই রাতের নিঃশব্দ প্রহর হাতড়ে 

বিপুল উচ্ছ্বাসে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে তোমার লেখা।

আমিও তখন গুণে চলেছি হয়ত প্রহর-

মধ্যরাত ১, মধ্যরাত ২, মধ্যরাত ৩।

রাত বাড়লেই কড়া নাড়েন রবীন্দ্রনাথ, শক্তি,সুনীল।

আরও রাত ঘনালে,গ্রেগরি পার্ডলো কিংবা ম্যাগি নেলসন।

তোমার অস্থির লেখারা ঠিক তখনই গ্রাস করে নিতে চায় আমাকে।

আমি সেই আপাতনিরীহ লেখার পেছনে রাতের দ্রুত কড়া নাড়া টের পেয়ে যাই ঠিক।

দরজা খুলতে ইচ্ছে করে না আজকাল,

কারণ নীলাভ কবিতার গাঢ় ফেনা

আমাকে ইতিমধ্যেই ডুবিয়ে নিয়ে গেছে হয়ত বা

চাঁদের আলোয় ধুয়ে যাওয়া চরাচর থেকে

হিমশীতল জলের অন্ধকারে।

শীত শীত করে আজকাল রাতের দিকে।

কথা বলতে ইচ্ছে করে না।

কি করব বলো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much