২৭ আগস্ট ২০২১

গীতা চক্রবর্তী



 সময়


সময়ের সঙ্গে হাত মিলিয়ে চললাম,

তবু ভিড়ের মধ্যে কখন কোথায় যেন হারিয়ে যাচ্ছি!


রোদের দেওয়ালে ভিজে পাতা

আকাশের নীলে মেঘলা ডানায় উড়ছে;

ঈশ্বর দরদী হতে চাইছে অনন্ত বিশ্বাস।


চারদেওয়াল ডাকে আমায় দ‍্যাখ চোখ মেলে,

সময়ের অভাবে গুটিয়ে রাখা খোলস-

রঙ বুনতে স্বাধীনতা মুল্যবান হয়  তবু অর্থ লাগে...

ভিড়ের মাঝে কলমে নদী হোক কখনও।


                           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much