স্বপ্ন
এ কেমন ভালোবাসা
কুয়াশার মতো
রোদের স্পর্শে
কোথায় হারায় ?
এ কেমন ভালোবাসা
জোৎস্না আলোয়
স্বপ্ন বিলায় ?
এ কেমন ভালোবাসা
হৃদয় গভীরে
থাকে সে
চোখ মেললে
কোথা পালায় ?
এ কেমন ভালোবাসা
কাছে ডাকলে
আসেনা সে
কপট লোচনে
হৃদয় নাচায় ?
এ কেমন ভালোবাসা
আলিঙ্গনে ডাকি তাঁরে
মিষ্টি হাসিতে
মুক্ত ঝড়ায় ?
এ কেমন ভালোবাসা
যতোই ডাকি
আসেনা সে
বিভোর স্বপ্নে
ছবি আঁকায় ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much