বর্ষার শেষ বৃষ্টিধারা
মন কেমনের মধ্যরাত দাঁড়িয়ে আছি,
দেখো হাত বাড়িয়ে...!
যায় ঝিরিঝিরি বৃষ্টির জল,
স্মৃতি উড়িয়ে...!
হাসনাহেনার গন্ধে বিভোর,
রাতের আঁধার...
আজ না-হয় রইলে তুমি একটুখানি,
তন্দ্রাহারা...!
জোছনা ওযে পাগলপারা,
আমি ছড়িয়ে দিলাম শরীর জুড়ে,
আদর নিলাম,
গাল বাড়িয়ে...!
আজ রাতের হাওয়া সঙ্গী এরা,
সবকিছুরই সাক্ষী রইলো,
বর্ষার শেষ বৃষ্টিধারা !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much