২৭ আগস্ট ২০২১

মাহবুবা আখতার





 চিন্ময়ী 



এসো চিন্ময়ী, জোছনা কুড়িয়ে নিই দু'হাত ভরে, 

জোছনার অলংকারে সাজিয়ে দেবো তোমাকে ভালোবেসে। 

খোঁপায় দেবো রঙধনুর রঙ ঝলমলিয়ে উঠবে তোমার পৃথিবী। 


চিন্ময়ী কোনো কালের সীমাবদ্ধতাকে মিলিয়ে নিয়োনা প্রিয়,

ছোপ ছোপ কষ্টের দাগে ক্ষত-বিক্ষত হয়োনা,

তাচ্ছিল্যে মাড়িয়ে দিয়ো অপূর্ণতার গোপন বাঁশির লয়।


এসো চিন্ময়ী, শ্রাবণ আকাশকে ভালোবেসো ধুয়ে দেবে কষ্ট, হৃদয় পোড়ানো গন্ধ,অব্যক্ত ব্যথা।

চিন্ময়ী প্রয়োজনে পুড়িয়ে তছনছ করে দেবে তাবৎ জল,স্থলভাগ,ঝলসে দেবেনা কখনো। 


এসো চিন্ময়ী, সব পাখি ঘরে ফিরুক,সব পথ হোক অচেনা ক্লান্ত, নক্ষত্রেরা জ্বলে উঠুক নীল চাঁদোয়ায়,হোক জোছনার প্লাবন, শ্রাবণাকাশ প্রলয়ের তাণ্ডব খেলুক, 

রাশিরাশি ফুল ফুটুক, সুবাস উন্মাতাল হোক। 

নানন্দিকতায় ভরে উঠুক পুরো বসন্ত, বাতাস থেমে যাক,

এসো চিন্ময়ী, এসো ভালোবাসার নৈবেদ্যে যজ্ঞ রাখি।

তুমি হবে  হিরন্ময়ী প্রেম।

আমি শুধু ব্যাকুল ভাঙচুরে তোমাকে ছুঁয়ে দেবো,তুমি 

ভালোবাসার মোহন মোহরে সুশোভন শুশ্রূষায় ঋদ্ধ হও

শর্তহীন সখ্যতায় তুমি নির্লোভ যোগী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much