ভালো নেই ভালোবাসা
তুমি ভাল নেই
ভাল নেই আমিও
আমার শহর ভিজেছে
তোমার কান্নার জলে
আর্তচিৎকারে ভারী হয়েছে
আমার প্রিয় গন্ধ মাখানো বাতাস
তুমি ভাল নেই শুনে
কষ্টে ভরেছে আমার এ নষ্ট মন
চেয়েছি কাছে যেতে
চেয়েছি ভাঙ্গা বুকটা পেতে দিতে
সমস্ত দুঃখ বেদনা আকন্ট পান করে
সুখের ফুলগুলো কুড়োতে চেয়েছি নোংরা দু হাতে...
তুমি ভাল নেই শুনেছি যখন
চাপা কান্নায় ভিজেছে আমার
স্বার্থপর চোখের দুটি কোন...
ভেবোনা কষ্ট পায়নি...
তুমি বিশ্বাস করো...
কিন্তু পারিনি....
বিচলিত মন, অস্থির হৃদয়,উৎকন্ঠিত নয়ন,
থমকে গেছে মুহুর্তেই ভয়ংকর সে অতীত ভাবনায়....
পাছে যে আমি আবার হারিয়ে যাবো
মহা মুল্যবান আত্বসম্মান,ব্যক্তিত্ব নামক ইগো আর নিদারুন সেই অ ব হে লা য়.....
ধন্যবাদ স্বপ্নসিঁড়ি
উত্তরমুছুনখুব সুন্দর কবিতা পড়লাম। অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি
উত্তরমুছুন