গুরুত্ব দিতে শেখ
জীবনের আন্ধকারে
হারিয়েছো বারে বারে,
মনেরি সেই এলোমেলো টাকে
কেউ আসেনি গুছিয়ে নিতে
চাওয়া পাওয়ার হিসাব গুলো মেলানো থাক না বন্ধ।
যে যেমন ভাবে ভাবছে তোমায়
ভাবতে দাও,
তুমি খুঁজে নিও বাঁচার মানে
দেখে নিও ধীরে ধীরে
বদলাবে জীবন
না মিলুক ছন্দ।
জীবন টা থাকুক অগোছালো
এক জীবনে সবার আশা পূরন হয় না।
লোকের কথার গুরুত্ব দাও
কম
অনেক মূল্যবান সময় তুমি
নষ্ট করেছো লোকে কি ভাববে এই ভেবে,
অন্যের ভাবনার গুরুত্ব না দিয়ে নিজের ভাবনা ভাবো
শুধু তুমি তোমার মতো করে
থাকতে শিখে নাও।
সময় করে উল্টেপাল্টে নেও নিজের ভাবনা গুলো,
জীবন টা খুব ছোট
নিজের ভাবনার গুরুত্ব দিতে শেখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much