চাকর
পেটের তাগিদে তোমার প্রাসাদ -
মুছি আমি দুই হাতে ;
মায়ের আদর আমি ও তো চাই,
কোল খুঁজি প্রতি রাতে।
তোমার মত আমারও তো বোন
আঁচলে নয়ন মোছে ;
পথ চেয়ে থাকে ভাইয়ের আশায়-
তাকায় যে আলগোছে।
ছোট্টবেলায় মা বলিতেন -
খোকা বেশ বড় হবে ;
রোজ তোমাদের বকুনিতে সব -
ভুলে গেছি সেই কবে!
সারাদিন বাবা সাহস দিতেন -
"পড়াশোনা করো বাবা, "
বৈশাখী ঝড়ে বাবা চলে গেলো -
এলো অভাবের থাবা।
মায়ের কান্না, লুকোচুরি খেলা -
সইতে পারিনি আমি ;
পড়াশোনা তাই "বিলাসিতা" হলো,
জীবনের চেয়ে দামী।
ছোট্ট বোনের অবুঝ আবদার
ফিরাতে পারি নি তাই ;
তোমার কথায় কষ্ট পেয়ে ও-
নিরবে-ই সয়ে যাই।
সেদিন সাহেব বলিলেন এসে -
বাড়ি যেতে হবে তোর ;
মায়ের হয়েছে বড্ড অসুখ,
তোকে ডেকে রাত ভোর।
মেম সাহেবের বাঁকা চাহুনিতে -
সাহেব গেলেন থেমে,
আড়াল করিলো আসল খবর,
আদর করিলো নেমে।
বলিলেন, সব ঠিক হয়ে যাবে -
মনযোগে কাজ করো ;
বাড়ি যদি যাও, মেম সাহেবের -
বিপদ হবে যে বড়।
নিশ্চিত খোকা কাজে মজেছিলো,
অসুখ যাবে যে কমে;
সুস্থ হয়ে ই জননী আবার -
কাজে যাবে পুরোদমে।
গতকাল রাতে অভাগিনী বোন -
কান্না জড়ানো চোখে ;
আসিয়া বলিলো, "মা" তো আর নেই দেখতে চেয়েছে তোকে।
কেঁদে কেঁদে বলে -
"খবর দিয়াছি সাহেবের কাছে-
বলেনি হয়তো জানি ;
বড় সাহেবেরা, বড় বলে কথা -
নিরুপায়, তাই মানি" ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much