১৪ ডিসেম্বর ২০২০

নাসের হোসেন এর প্রকাশিত কবিতা




ডাক 



পশ্চিম আকাশ থেকে ভেসে এলো ডাক , এবার বিদায় 


এইবার কষ্ট শুরু হলো প্রকৃত , ডেক্সভরা চিঠি 

ছিঁড়, প্রস্রবণ 

উড়ে যায় চোখের সামনে , ভালবাসা 

বহুদিন ঘড়ি ছুটে গেছে তোমাদের বাড়ি ---

আক্রোশভরে  উঠে যাই তোমার বুকের গভীরে 


পশ্চিম আকাশ থেকে ভেসে এলো ডাক , এবার বিদায় 


 


(কথা পত্রিকা 

১৯৮৯) 

সহায়তাকারী কবি অরু চত্পাধ্যায় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much