১৪ ডিসেম্বর ২০২০

স্বপন দত্ত




বিলীন 



শোনা কথা 

নাসের মারা গেছে , 

আমি এখনও বুঝতে পারিনি 

এবার বুঝবার জন্যে নাসেরের কাছে যাচ্ছি 

পৌঁছব পৌঁছব হয়েছি 

              তোমরা কেও দেখতে পাচ্ছো আমায় ?

আমি নেই নাসের ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much