কবি নাসের হোসেন
প্রভাত চৌধুরীর বাড়িতে আলাপ হয়েছিল l কতদিন আগে আজ আর মনে নেই l সেটা জানাও আজ খুব জরুরি বলে মনে হয় না l তবে এটা বাস্তব সত্য আড্ডায় , কবিতাকেন্দ্রীক আলোচনায় , বই মেলায় নাসেরের সঙ্গে কাটিয়ে দিয়ে ছিলাম অনেক বছর l
মিতভাষী নাসেরের কাছে না বলে কোন শব্দ ছিলনা , আমি "কফি হাউসের চার পাশে " মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ করতে গিয়ে সব রকমের সাহায্য সহযোগিতা পেয়েছি l কবি জীবনের শেষ কবিতা মৃত্যুর দু -দিন আগে "কফি হাউসের চার পাশে "র জন্য লিখে গেছেন৷ এটা আমার কাছে চরম প্রাপ্তি বলে মনে করি l "কফি হাউসের চার পাশে " নামাঙ্কন নাসের হোসেন বিরল উচ্চতায় তুলে দিয়েছেন l তিনি মনে করতেন কবিতায় দেখাতে পারে মানুষের মুক্তির পথ! তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা সাহিত্যেও ল আমি কবি নাসের এর প্রতি শ্রদ্ধা জানাই l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much