১৪ ডিসেম্বর ২০২০

সানি সরকার



নাসেরদাকে নিয়ে কয়েক পংক্তি  


তোমার চোখের ওপর সেই নীল রঙের পাখিটি এসে বসল 


আমরা পাখিটিকে চিনি , আমরা পাখিটির স্পর্শ গ্রহন করি l 

একটি পৃথিবী নিয়ে পাখিটি এবছরও শীতকাল ভ্রমণ করছে ...

তোমার চোখ পাখিটির চোখ পরস্পর 

এক হয়ে গেলে আমরা থমকে গেলাম মুহূর্তের জন্যে l

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much