১৪ ডিসেম্বর ২০২০

রীণা কংসবণিক



নাসের দা কবিতাময় পুরুষ 

                দেবব্রত সরকারের মেসেজটা দেখেই ছ্যাঁক  করে উঠেছিল বুকটা । নাসেরদা আমাদের ছেড়ে চলে গেছেন। বিশ্বাস করতে পারছিলাম না । এখনো বিশ্বাস করতে পারছি না নাসেরদার সাথে আর কোনোদিন কথা হবে না । মাস খানেক আগে helicone এর জন্য একটি কবিতা চাইলাম , উনি বললেন "কবে লাগবে ? কয়েক দিনের মধ্যে দিয়ে দেব"।


আপাদ-মস্তক আশ্চর্য কবিতাময় পুরুষ ছিলেন তিনি । উনার মুখ থেকে কোনোদিন কোনো খারাপ কথা শুনিনি ।শুনিনি কার সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য । অজাতশত্রু এমন প্রাণবন্ত মানুষ আমি দুটো দেখিনি।


কবিতার পাশাপাশি তিনি খুব সুন্দর ছবি আঁকতেন। জগতের নিয়ম কানুন,  সর্বোপরি আত্মরহস্য রহস্যময়তার ইঙ্গিত কবিতার মত ছবিতে ও পাই। 

"ঝড়ের মতো এলোমেলো করে দেওয়া চুল ও মনের মানচিত্র /

মানচিত্রের মান শব্দটি এ ক্ষেত্রে খুব কার্যকরী অপীক্ষার"। (অপেক্ষা/নাসের হোসেন )


তবে নাসেরদার কবিতাগুলি বড় বেশি প্রশ্নময়। অথার্ত পড়ার পর মনের মধ্যে রহস্যময় অনুভূতির সৃষ্টি হয়।

"গ্রন্থের আড়ালে যে লেখক অবস্হান করে থাকেন তার সঙ্গে দেখা/

হয় মাঝে মাঝেই,  এতো যে দেখা তবু মেলাতে পারি না গ্রন্থের থেকেও ।

আর কি লিখব ঠোঁটের কোনে সেই মৃদু চাপা হাসি নিয়ে সত্যিই কি তিনি আর দাঁড়াবেন না!!!

কবি হিসেবে যেমন উচ্চস্তরের ছিলেন আবার মানুষ হিসেবে তেমন উন্নত মনের ছিলেন।

তরুন কবিরা হারালো তাদের অভিভাবক আর কবিতা জগত সামগ্রিকভাবে হারালো মুক্তমনা এক সংস্কৃতি প্রেমিককে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much