১৪ ডিসেম্বর ২০২০

প্রভাত চৌধুরী




একমাত্র নাসের-ই পারে 


এক


মাটির নীচে কবিতালেখার জন্য 

কাগজ এবং কলম

পাঠাতে হবে , ওখানে বসে 


 লিখবে নাসের।একমাত্র নাসের-ই পারে যেকোনো জায়গায় কবিতা লিখতে।


দুই 


নাসের কাচের গাড়িতে চেপে বহরমপুর চলে গেল শুয়েছিল। কিছু কথা বলল না। শুনলোও না। আগামীকাল ওকে মাটির নীচে  রেখে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much