দুর্গাদাস মিদ্যা
জীবন যেখানে হুমকির পাশে দাঁড়িয়ে প্রতিদিন
সেখানে বাঁচার জন্য অস্ত্র খুঁজে নিতে হবে।
মাভৈঃ মাভৈঃ মন্ত্রে জেগে উঠতে হবে পুর্নবার।
এইযে এতো অন্যায় অত্যাচার, মুখ বুজে কতকাল
সহ্য করা যায় আর?
কেন আজ আমরা এতো ম্রিয়মান, কোথায় সেই
বিদ্রোহের গান আমাদের গলা থেকে! কেন
বেঁকে গেল প্রগতির পথ, যে পথ একদিন
উজ্জ্বল করেছিল, উজ্জ্বল করেছিল জীবনের অগ্নিরথ ।
নিবে গেল কেন চিরকাঙ্ক্ষিত দীপ, তাই আজ
দিকে দিকে এত অন্ধকার। অত্যাচার। বিচার
আচার সব জলাঞ্জলি দেখি মলমলি সেই-
সব নরখাদকদের যারা কখনো জানে না
মানবিকতার মূল্যবোধ।
আর কি আসবে না সেই জোয়ার যে
জোয়ারে ভেসে গেছে একদিন শাসকের
অন্যায় অত্যাচার ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much