যদি এমন হ'ত
নিরালা ব'সে ব'সে ভাবি আমি সদা
দিনরাত সমান হ'লে হ'ত কত মজা!
সূর্য্যি মামা দি'ত কিরণ বারটা ঘন্টা,
বার ঘন্টা অন্ধকারে থা'কত ধরাটা।
হ'ত মজা বেশ সবদেশেই দিনরাত,
সমান যদি হ'ত না হ'য়ে তা ফারাক।
আহা! কি মজা না হ'ত ফোন ক'রে,
কথা বলে আছে যারা দূর প্রবাসে।
ঈদ হ'ত একদিনে মুসলিম উ'ম্মার,
দূর হ'ত বিভেদ মন-মানসিক'তার।
হয়ত তা হবার নয় ধরাটা যে গোল,
স্রষ্টাই পারেন এ সমস্যার উৎপাটন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much