সেঁজুতি তোর প্রেম
সেঁজুতি তোর মনের সাদা ক্যানভাসে
আমার তুলির নতুন টান কি অনেক আসে?
রঙের উপর রঙ পরে রোজ রঙিন হলি
ঝাপসা হতে রঙিন করে তোর জলকে!
আমার রঙ্গিলা রঙ পড়ে কি ?
তোর মনের ওই ক্যানভাসে?
মন পাখি ঝাপসা হয়ে
তোর রঙিন ঠোঁটে ঠোঁট ঘসে!!
সেঁজুতি তোর বৃষ্টি ভেজা
শরীর যদি দেখতে পেতাম?
স্বপ্ন বুকের নরম রাতে
তোর বুকে সব হারাতাম।
তোর হাসিতে মুক্ত ঝরে
কাঁদলে ঝরে মানিক;
চাঁদের গায়ে জোৎস্না লাগে
তোর কাছেতে ক্ষণিক!
আর পারিনা সেঁজুতি;
তুই একটিবার তো সামনেতে আয়
পরাণ হিয়া কুকড়ে কাঁদে,
তোকে দেখার পরম আশায়!!
বিশ্বাস কর সেঁজুতি?
তোর রূপ সাগরে রোজই ভাসি।
আর কিছু নয়, শুধু একবার বল?
আমি তোমাকে ভালোবাসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much