১৬ জানুয়ারী ২০২১

দেবব্রত সরকার


আমি এক নিরবিচ্ছিন্ন হাহাকার 


আমি এক নিরবিচ্ছিন্ন হাহাকার 

তাকে খুঁজি তাকে খুঁজি 

বয়স বেড়েছে তার

মিল নেই শরীরীপোশাকে 

মিল নেই ভাষা ভাঙাতাপে  

মিল নেই চোখচামড়াতে 

মিল নেই আমাতেতোমাতে 

তবু ফিরি এ হৃদয়ে বারবার 

কেন সব  ডাকাডাকি দল 

কেন সব করো কোলাহল 

কেন ভয় রক্তবিন্দুতে 

কেন ভয় জাতপাত হাতে 

কেন ভয় ঘাসফুলে ফুলে 

কেন ভয় পদ্মফুল তুলে 

সব ভুলে এসো জনগণ 

এক সাথে করি এক মন 

সব কথা ভেঙে করি ছারখার 

আমি এক নিরবিচ্ছিন্ন হাহাকার

৩টি মন্তব্য:

  1. অপূর্ব বিশ্লেষণ I ফুল ফোটে, আবার ঝরে যায়, যে ফুলে হয় পুজো, সেতো জবা I আমরা জবা হতে চাই I কারণ সবই তো মায়ের খেলা I চাই শক্তি ও ভক্তি, যা সেবায় লাগে মানুষের কল্যাণে I হানাহানি ফুলে ফুলে কে চায়, আসল তো আনন্দ, ঘরে ঘরে I যুদ্ধ হোক মাঠে, ক্ষতি নেই, পরিশেষে আসুক বন্ধুত্ব I এটাই তো জীবন I বাকযুদ্ধ থাক, বাহুবল নয় I আমরা তো একই মায়ের সন্তান I মন্ত্রী না হলেও দেশ সেবা করা যায় I

    উত্তরমুছুন
  2. সত্যিই অসাধরণ বললেন অলোক দা l এর পর আর কি !
    🙏

    উত্তরমুছুন

thank you so much