১৭ জানুয়ারী ২০২১

অমিত কাশ‍্যপ

ঠাকুর 


সে দাঁড়ায়, আমি দাঁড়াই

ভোর ছুঁয়ে ধরে তখন, তখন পাশের বাড়ির 

বিষ্ণুচরণ মন্ত্র পড়েন ঠাকুর ঘরে 

বউদি স্নান সেরে বারান্দায় সিঁদুর পরেন


সে দাঁড়ায়, আমি দাঁড়াই

কথারা কোথা থেকে ছুটে আসে 

আবার পালায়, নরম রোদ ধরে 

পাশের রাস্তায় অজস্র যান এখন 


কেউ দাঁড়ায় না, বাজার অফিস দোকান 

ঝমঝম করে খুলে যায়, কি ভীষণ দ্রুততা

ওই দ্রুততা আমাদের যেন ছোঁয়ে না 

সে দাঁড়ায়, আমি দাঁড়াই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much