২৮ আগস্ট ২০২১

দিলারা রুমা ( ইংল্যান্ড )



যতোক্ষণ চোখ খোলা থাকে 


যতোক্ষণ চোখ খোলা থাকে 

ততোক্ষণ কাজের শেষ নেই

শেষ নেই ব্যস্ততার। 


যতোক্ষণ চোখ খোলা থাকে 

ডান ডাকে বাম ডাকে 

বাঁকে বাঁকে অস্থির! অস্থির!


যতোক্ষণ চোখ খোলা থাকে 

স্বজনের অভাব নেই সুহৃদের অভাব নেই

অভাব নেই বিরহ অসুখের 

আবছানি মায়াজাল দিয়ে থাকে 

এইতো সময়।


যতোক্ষণ চোখ খোলা থাকে 

কতজনেই ডাকে দুনিয়ার মৌচাকে 

সুর তুলে গায় গান 

মান আর অভিমান। 


যতোক্ষণ চোখ খোলা থাকে 

ভাবনারাও জড়িয়ে রাখে 

গ্রীষ্ম বর্ষা বৈশাখে। 


যতোক্ষণ চোখ খোলা থাকে 

ধান শালিকের মাঠ সবুজের হাট 

কাছে টানে 

নদী সাগরের জল জ্যোৎস্নার সিঁথানে। 


চোখ বুঁজে গেলেই সব দূরে যায় 

দূরে যায় সব,

হায়! অস্তবেলা উড়ে যায় উড়ে যায়

থেমে যায় রব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much