বরণ
কোন দিন খুব ভোরে
দরোজার কলিংবেল টিপে
আমাকে জাগিয়ে দেয় তোমার পিয়ন
তার হাতে থাকে
আমার সারা রাতের মধুর স্বপ্ন মাখা
তারকা খচিত নীল খাম
আমি তার গলায়
শিশির ভেজা শিউলি ফুলের মালা দিয়ে
তোমার হাতের লেখা চিঠি বরণ করি
কোন দিন ঠিক মাঝ রাতে
তুমি সারা গায়ে জোছনা মেখে
অন্ধকারে এসে আমার বারান্দায় দাঁড়াও
আমার দিকে অপলক চেয়ে চেয়ে
মিটি মিটি হাসো অনন্ত কাল
আমি চাঁদের বুকে চুমু খেয়ে
শার্টের বোতাম খুলে
তোমাকে বরণ করি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much