২৩ ফেব্রুয়ারী ২০২১

দেলোয়ার হোসেন সজীব




নারীতে পুরুষ ধন্য



নারীর ছোঁয়ায় পুরুষ ধন্য

পুরুষ জন্ম নারীর জন্য,

মা রুপে নারীর মমতা

লিপিবদ্ধ লক্ষ কবিতা।


নারী হলেন শ্রদ্ধার প্রাত্র

খুলে দেখো ধর্মীয় শাস্র ?

শ্রদ্ধায় মুক্তি শ্রদ্ধায় শক্তি

শ্রদ্ধায় দিয়ে যাও ভক্তি।


নারী বোন রুপে স্নেহময়ী

কাছে থেকে দেখো পাবে,

ভাই আদরে নেই কমতি

দাও গিয়ে বোনের ইজ্জতি।


কত শত রুপে নারী শ্রেষ্ঠ

স্ত্রী রুপে নিলে পাবে পূর্ণতা,

শ্রদ্ধা বিশ্বাস নারীতে রেখো

নারীতে সৃষ্টির উল্লাস  দেখো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much