সংবাদ
সবুজ গিলে নীল পৃথিবী
সান্ত্বনা দেয় রাতের তারা ।
আকাশ ঘিরে মেঘ সারথি
অন্ধরাতে জীবন মরা ।
বৃষ্টি হলেই জাগে সত্ত্বা
সূর্য ডাকে সবুজ ভোর ।
গিলতে থাকে ইচ্ছে হত্যা
তোমার আমার গায়ের জোর ।
জ্যোস্না হাসির চেতন উল্লাস
মায়াবী রাত নিদ প্রহরী ।
প্রবাহমান মৃদু বাতাস
প্রেমের শোকের কোজাগরী ।
উপড়ে নিবে ধরণীর কোল
ছুঁড়ে দিবে ক্রুর আর্তনাদ ।
সৃষ্টিকর্তার শ্বাশত বোল
খেয়াল খুশির হলুদ সংবাদ ।
সবুজ গিলে নীল পৃথিবী
সান্ত্বনা দেয় রাতের তারা ।
আকাশ ঘিরে মেঘ সারথি
অন্ধরাতে জীবন মরা ।
বৃষ্টি হলেই জাগে সত্ত্বা
সূর্য ডাকে সবুজ ভোর ।
গিলতে থাকে ইচ্ছে হত্যা
তোমার আমার গায়ের জোর ।
জ্যোস্না হাসির চেতন উল্লাস
মায়াবী রাত নিদ প্রহরী ।
প্রবাহমান মৃদু বাতাস
প্রেমের শোকের কোজাগরী ।
উপড়ে নিবে ধরণীর কোল
ছুঁড়ে দিবে ক্রুর আর্তনাদ ।
সৃষ্টিকর্তার শ্বাশত বোল
খেয়াল খুশির হলুদ সংবাদ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much