১৪ সেপ্টেম্বর ২০১৭

জয়ন্ত দত্ত

চোর পুলিশখেলা

কাতারে কাতারে লোক চলেছে।চোর দেখতে।
চোর ধরা পড়েছে পাড়ায়।আমিও দৌড় লাগাই।কৌতুহল নিয়ে পৌঁছে যাই ভিড়ের কাছাকাছি...

সমবেত চড়, ঘুসি,সিগারেট ছ্যাকা--থ্যতলানো নাক মুখ ,রক্ত গড়িয়ে রাস্তায়।চারিদিকে বিচরণশীল উৎসুক ভারিক্কী মুখ!
ভাবতে থাকি ---ঐ থ্যতলানো মুখের চোয়ানো
রক্তের অবিকল ---ফাইল চুরি কথা,আমানত চুরি ব্যথা ---আরও আরও চুরি---পুকুর চুরি তক!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much