বারবার ফিরাও যদি
নাভি গর্ভ হতে ফিরাও যদি অস্থিত্বের সংকটে
একটু একটু করে প্রতিজ্ঞার লেলিহান তুলি ।
সিঁদুরের আঁড়ালে বৈদিক মন্ত্রের ছাই উড়িয়ে শ্মশানে মাতৃ আরাধনা ।
নাভি গর্ভ হতে ফিরে তাকাই সূর্য সম তেজে
অস্থিত্ব রহিত মাতৃ রূপেন সংস্থিতা ।
বড় বেশি প্রলোভনের প্রয়োলব্ধতা খুঁজে
নিজেদের চরম বিপর্যয়কে ধর্মের নামাবলতী জড়িয়ে
উচ্চারিত মন্ত্রের একাংশে আত্ম প্রবঞ্চনা বহুরূপী সমাজ ব্যবস্থায়
বীরঙ্গনা নাভি গর্ভ হতে প্রখর দীপ্তি গন্ডুষে পান করে ।
প্রকৃতির অপূর্ব বেলাভূমিতে আলিঙ্গনে ফিরে জননী রূপে
ভূমিষ্ট জননী থেকে ।
নাভি গর্ভ হতে ফিরাও যদি অস্থিত্বের সংকটে
একটু একটু করে প্রতিজ্ঞার লেলিহান তুলি ।
সিঁদুরের আঁড়ালে বৈদিক মন্ত্রের ছাই উড়িয়ে শ্মশানে মাতৃ আরাধনা ।
নাভি গর্ভ হতে ফিরে তাকাই সূর্য সম তেজে
অস্থিত্ব রহিত মাতৃ রূপেন সংস্থিতা ।
বড় বেশি প্রলোভনের প্রয়োলব্ধতা খুঁজে
নিজেদের চরম বিপর্যয়কে ধর্মের নামাবলতী জড়িয়ে
উচ্চারিত মন্ত্রের একাংশে আত্ম প্রবঞ্চনা বহুরূপী সমাজ ব্যবস্থায়
বীরঙ্গনা নাভি গর্ভ হতে প্রখর দীপ্তি গন্ডুষে পান করে ।
প্রকৃতির অপূর্ব বেলাভূমিতে আলিঙ্গনে ফিরে জননী রূপে
ভূমিষ্ট জননী থেকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much