১৪ সেপ্টেম্বর ২০১৭

দীপক আঢ্য

ক্ষত 

গভীর ক্ষতকে এড়িয়ে চলি সযত্নে
বেঁধে রাখি, আরও আঘাতের ভয়ে
পাশ কাটাই। ধীরে সন্তর্পণে

ব্যস্ততার সময় কেমন বৃদ্ধ হয়ে ওঠে
মানসিক পঙ্গুত্ব গ্রাস করে স্থিরতা
কেবল বিস্বাদের সময় চলে অনবরত

বিকেল আসে,
ক্ষতরা টনটন করে - ব্যথা মাপি মনের গভীরে
ক্রমশ আমিই 'আঘাত' হয়ে উঠি...

জাস্টিফিকেশনের মাত্রা পার হয় দিগন্তের সীমা
ক্ষতর বাঁধন  খুলি
গলাগলি করে আছে যন্ত্রণা আর ভালোবাসা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much