১৪ সেপ্টেম্বর ২০১৭

কাকলী দাস ঘোষ

আকুতি 

ধর কোনদিন যদি
ভোর সীমানায় পাখীর গানে গানে ,
হারিয়ে খুঁজি তোমার চোখে পদ্মপুকুর শিশির ,
তুমি কী আমায় ফিরিয়ে দেবে বন্ধু ?
মিনতি শোন দিও না ফিরিয়ে
সাগর কুমারী আমি ,
আমার চোখেই ফিরবে তোমার
ভালবাসার নীর l

৪টি মন্তব্য:

thank you so much