০৫ সেপ্টেম্বর ২০১৭

কবিরুল ইসলাম কঙ্ক

হৃদিগান 

তোমার কাছে সকালের রোদ
 
বিকেলের গোধূলি,
 
তোমার কাছে জমিয়ে রাখা
 
মনের বাঁধন খুলি ।
 

তোমার কাছে সন্ধ্যেতারা
 
তোমার কাছে আলো,
 
তোমার কাছে চাঁদ সূর্য
 
আকাশপ্রদীপ জ্বালো ।
 

তোমার কাছে আয়নামহল
 
নিজের প্রতিচ্ছবি,
 
তোমার কাছে পদ্য লেখা
 
পংক্তিগুলো সবই ।
 

তোমার কাছে রাগ-বিরাগ
 
তোমার কাছে গান,
 
তোমার কাছে প্রিয় কথা
 
গোপন অভিমান ।
 

তোমার কাছে হারিয়ে যাওয়া
 
এবং ফিরে আসা,
 
তোমার কাছে রাখা আছে
 
হৃদয় ভালোবাসা ।
 








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much