পাখপাখালি
একটি পাখি ভীষণরকম
দুষ্টুমিতে পাকা,
সকাল বিকেল কিচিরমিচির
যায় না চেপে রাখা ।
আরেক পাখি বনউদাসি
উদাস হয়েই থাকে,
সবুজপাতার ডালের ভিতর
মনকে ভরে রাখে ।
একটি পাখি বাঁধনছেঁড়া
এদেশ ওদেশ ঘোরে,
রূপকথাদের গল্পগুলো
সাজায় তেপান্তরে ।
আরেক পাখি বেজায় রকম
ঘরকুনো এক বাবু,
উড়ান ডানার স্বপ্ন ছেড়ে
অলস ঘুমে কাবু ।
একটি পাখি দারুণ স্মার্ট
কথা চোখে-মুখে,
রাগ-বিরাগের ভুবনডাঙায়
থাকে দারুণ সুখে ।
আরেক পাখি ছন্নছাড়া
নেইকো কোনো রাগ,
সুযোগ পেলেই এদিক ওদিক
হঠাৎ ভাগম-ভাগ ।
একটি পাখি আরেক পাখি
নানা পাখির খেলা,
আকাশ জুড়ে রঙিন যত
পাখপাখালির মেলা ।
একটি পাখি ভীষণরকম
দুষ্টুমিতে পাকা,
সকাল বিকেল কিচিরমিচির
যায় না চেপে রাখা ।
আরেক পাখি বনউদাসি
উদাস হয়েই থাকে,
সবুজপাতার ডালের ভিতর
মনকে ভরে রাখে ।
একটি পাখি বাঁধনছেঁড়া
এদেশ ওদেশ ঘোরে,
রূপকথাদের গল্পগুলো
সাজায় তেপান্তরে ।
আরেক পাখি বেজায় রকম
ঘরকুনো এক বাবু,
উড়ান ডানার স্বপ্ন ছেড়ে
অলস ঘুমে কাবু ।
একটি পাখি দারুণ স্মার্ট
কথা চোখে-মুখে,
রাগ-বিরাগের ভুবনডাঙায়
থাকে দারুণ সুখে ।
আরেক পাখি ছন্নছাড়া
নেইকো কোনো রাগ,
সুযোগ পেলেই এদিক ওদিক
হঠাৎ ভাগম-ভাগ ।
একটি পাখি আরেক পাখি
নানা পাখির খেলা,
আকাশ জুড়ে রঙিন যত
পাখপাখালির মেলা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much