১৪ সেপ্টেম্বর ২০১৭

লাকী খান

আহত 

তোমার ভালবাসা না থাকলে
অস্তিত্ব-ই বা কী ?
যেন মরীচিকার দিকে এগিয়ে চলা l
চোরাবালি রাস্তাজুড়ে -
দ্যাখো তৃষ্ণা ভরা ভেজা শরীর
বালির সাথে লেপ্টে আছি আমি l
তোমার প্রেম বাতাসে মিশে গেছে
আবেগের দহনে বরফ হয়ে জমে গেছি l
বর্ষায় তুমি কদম ফুলের মত লাল
আবেগের দরজা ভেঙে দাও l
আমার ভীষণ মাথা যন্ত্রণা
কেন আমি বারবার প্রেমে পড়ি !
তারা যে আমাকে ঠকায়,
তোমার চোখের নাচন আমার মণ চুরি করেছে
একটা চোরের মতন l
খোলা আকাশের নিচে দাঁড়াও
বৃষ্টি হয়ে ঝরবো তোমার উপর l

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much