১২ সেপ্টেম্বর ২০১৮

দহন

স্বরূপ মণ্ডল

ঠাণ্ডা দখিনা বাতাসো পোড়ায় কখনো 
সে দগ্ধতা জেনেছি আখ্যানে

সূর্য যেভাবে ঘোরে পৃথিবীর আঁচলে
সেভাবেই খেয়েছি পাক তোমার মোহান্ধে
বিশ বছর এতটা বিষ হয়ে গ্যালো
হেরো ভূত হয়ে—
ছুটে বেড়ায় ছোটে প্রেতাত্মা

পিতার অন্ধতায় শরীরী পরাভব
লাট্টু হয়ে লুটায় ধুলায়

1 টি মন্তব্য:

  1. হেরে যাওয়া যদি জীবনকে গ্রাস করে তবেই শুরু হয় দহনপর্বের। অসাধারণ লাগলো কবি, জীবনের এই অনস্বীকার্য পর্বের চিত্রকল্প।

    উত্তরমুছুন

thank you so much