১২ সেপ্টেম্বর ২০১৮

আজ

সুশান্ত মন্ডল

বিমুর্ত আজ বিগলিত
              অশ্রুর বিদ্রুপে।
হীনতায় হীন উদ্দ্যম
           পরাজিত তুরুপে।।
কর্ন পর্দা ছিন্ন আজিকে
          ধ্বনীত অট্ট হাঁসিতে।
প্রতিবাদী কন্ঠ রুদ্ধ  তাই
            ভীরুতার ফাঁসিতে।।
কান্নার ক্ষীন রব
             প্রবাহীত বায়ুতে।
অন্তহীনে ভাসিছে কেবল
          হ্রিংসার ধরনীতে।।
নিয়ত বৃদ্ধিমান
           এই প্রগতীর সমরে।
মনুস্বত্য শর্তহীনে
         সমায়ীত  স্বার্থের কবরে।।
মানুষের হাতে মনুষ্য-প্রাণ
            আজ লুন্ঠীত অবাদে।
হালহীন সমাজ তরী
          ভাসিছে ধর্মীয় প্রবাদে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much