১২ সেপ্টেম্বর ২০১৮

জাফর রেজা

ইতিকথা

একদিন তোমাকে বলে দেব
আমার ধূসর জীবনের কথা;
বলে দেব, কত পথ পাড়ি দিয়ে
এসেও ক্লান্ত আমি
পাইনি তোমার দেখা,
কতবার তোমার পিঠে ছড়িয়ে থাকা
মেঘ কালো চুল গুলো ছুঁতে চেয়েও
পারিনি ছুঁতে,
কতবার তোমার চোখে চোখ মিলাতে গিয়েও
পারিনি মিলাতে,
কতবার তোমার হাতে হাত রাখতে চেয়েও
পারিনি রাখতে,
কতবার তোমাকে নিয়ে লেখা
অজস্র কবিতা
শোনাতে চেয়েও পারিনি শোনাতে,
কতবার শুধু একটি শব্দ
বলতে গিয়েও পারিনি তোমাকে বলতে।

একদিন তোমাকে বলে দেব
আমার ধূসর জীবনের ইতিকথা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much