১১ সেপ্টেম্বর ২০২১

ফরিদা আলম


এই তো সেদিন



ভিজতে চাই বলতেই টুকরো টুকরো মেঘগুলো,একত্র হয়ে মুহুর্তে অমৃত ধারায় আমায় ভিজিয়ে দিত।
সুর্য্যিমামার তীব্রদাহে পুড়েও কাটিয়ে দিতাম ঘন্টার পর ঘন্টা খেলার নেশায়, মিনতি করে বলতাম,মাম্মা একটু তো ছায়া দাও,
মনে হতো সঙ্গে সঙ্গে সূর্যের তীব্রতা লুকিয়ে যেতো মেঘের আড়ালে, 

এখন আর আকাশ কথা শুনেনা,সাঁঝের বেলায় রাঙা গোধূলি পেখম মেলেনা,
সাগর নীলিমায় অচেনা পাখিটা ভরষা হারায়।মেঘেরা সোনালী রৌদ্দুরে সোনাঝরা হাসি হাসেনা।
মামাটাও কেমন যেন বদলে গেছে।
বিদ্যুতের ঝলকানিতে জোছনা আলো ছড়ায় না।

সুভাসিত চাদর বিছানো অভিমানী বকুল শুকায়,ভোর শেষ হয়,ফুল কুড়ানি ঘুম ভাঙ্গে না,
হাসনা হেনার গন্ধে সর্পরাজ নেশায় মাতোয়ারা হয়না।সব কিছুতেই না, নিষেধ,ভেজাল--এইতো যুগের অবস্থান্তর।

কিছুতেই এখন আর মন টলেনা,কি প্রয়োজন এমন সভ্যতার!
আমি চাই আবার সেই অসভ্যতা---
ইচ্ছে মতো পুড়ে যাবো,ভিজে যাবো,
হাসবো কাদবো,গন্ধ নিয়ে মাতাল হব।নিষেধ অমান্যে,কারো বকুনি খাবার কারন হবো।

দিন পেরিয়ে সন্ধ্যে বেলা উফ্ আহ্ চুলের ঝট ছুটাতে ব্যস্ত হব,পড়ার টেবিল ফাকি দিয়ে চোর পুলিশ খেলায় মত্ত রব।চার দেয়ালের ভিতর মশারীর আরেক দেয়াল টানিয়ে ভুত পেত্নীর গল্প শুনে ভয়ের বাহানায় মায়ের বুকে মুখ লুকাবো।

স্মৃতিগুলোতে একটু ছায়া ও পড়েনি,তবু স্বল্পক্ষনের জন্য ও ফিরে পাইনা সেই দিনগুলো। বড্ড্ ইচ্ছে করে ফিরে যেতে সেই সময়টাতে।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much