প্রেমাস্পদা, প্রেম চাইছি মধুমিলনে
হে অতলান্তিক বিকেলের রোদ,
তুমি ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হওয়ার আগে,
আজ আরো সুদীর্ঘ হতে চাইবে।
আমার অনুভূতির রেখা প্রসারিত হচ্ছে,
প্রসারিত হচ্ছে রমণীয় সৌরভে।
আমার কোমল প্রেম,
আমি জানি ঠিক এই মুহুর্তে তুমি আমার কথা ভাবছো।
তোমার চোখ জোড়ায় বিরাজিত আমি।
আমার গোপন প্রেমাস্পদা, আমার বুকের থরথর কাঁপন।
আমি তোমাকে দেখতে পাচ্ছি।
আমি, চিন্তনের রৈখিক সম্পাত এঁকেছি।
একশো কোটি মাইল দূরের,
সহস্র যুগ আলোক দূরত্বের তোমাতে,
আমি দেখছি, তাকিয়ে আছি ঐ নিলাজ কপোলে কিয়দ ভাবনা রেখা।
গভীর কোঠরে জমা তপস্যার ঘুমহীন রাত্রির মায়া।
তোমার অধর ছুঁয়ে গেছে আমার চিবুক।
চোখ বুজে আমি অনুভব করছি,
আমি ভীষণভাবে অনুভব করছি।
গোধূলি রঙ, ধুসরিত পশ্চিমের আকাশকে প্রগাঢ় রঙিন করে নাও।
মাতম রাত্রির বিনির্মান ঘটবে।
শূভ্র-জোৎস্না ভেজাবে ঐ ঘন চাঁদোয়া।
আমি ভালোবাসতে চাইছি,
তোমার বুকের তীব্র আবেগ,
সলাজ ঠোঁটের কোণে স্মিত হাসি।
শ্রাবস্তীর নিখাদ ওষ্ঠাদেশের আদ্রতায় ভিজতে চাইছি দীঘল যামিনী।
বিভাবরী স্বপ্নচারিনী, স্নিগ্ধা কামিনী, আজ হও রুক্মিণী।
কুন্তলীন মেখে নিও কেশের ডগায়,
আজ রাতভর অক্ষরেরা লহরী সাজাবে।
ও সাঁকি, শব্দের প্রেমার্ঘ্য ঢেলে দাও।
নেশাতুর হই,
সুধা সরোবর হতে তুলে আনা প্রেমকাথা তব পুরষ্কার হোক সুদীর্ঘ অপেক্ষার মধুমিলনের ক্ষণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much